রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে সোমবার সড়কে দু’টি অটোরিক্সা ভাংচুরের সময় হাতেনাতে আটক করে মো. নাজিম (২১) নামে এক শিবির ক্যাডারকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন আলম দোষী প্রমাণিত হলে নাজিমকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। নাজিম পৌর শহরের মধুপুর গ্রামের শফিক উল্যার ছেলে।

এদিকে একই সময়ে একই এলাকা থেকে আরো চারজনকে আটক করা হলেও তাদের নাম জানা যায়নি। তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন ভ্রম্যমাণ আদালত।

রায়পুর থানার উপ-পরিদর্শক এসআই সোহেল জানান, সোমবার সকাল ১০টায় রায়পুর-লক্ষ্মীপুর সড়কের ফিস হ্যাচারীর সামনে দুটি অটোরিক্সা ভাংচুর করে নাজিহমসহ কয়েকজন। এসময় ক্ষতিগ্রস্ত অটোরিক্সা চালক মো. রুবেল থানা পুলিশকে অবহিত করলে অভিযান চালিয়ে নাজিমকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

(পিকেআর/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৫)