স্পোর্টস ডেস্ক, ঢাকা : শিরোপা ভাগ্য নিস্পত্তি হচ্ছে একে একে ইউরোপিয়ান ফুটবল লিগগুলোর। জুভেন্টাস ইতালিয়ান লিগ জিতে নিয়েছে। সেই পথ ধরে ফ্রান্সের ফ্রেঞ্চ লিগা ওয়ান (লিগ) শিরোপা জয় করেছে প্যারিস স্যান্ত জার্মেই (পিএসজি)। ব্যয়বহুল এই ক্লাবটি টানা দ্বিতীয় মৌসুমেও শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে।

তাদের তবে বুধবার হারের তেতো স্বাদ নিয়ে শিরোপা উৎসব করতে হয়েছে। যদিও মৌসুমের ২ ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছে অঢেল অর্থ খরচ করে গড়া দলটি। ২-১ গোলে পিএসজি হেরে গেছে রেঁনেসের কাছে। ৩৬ ম্যাচে পিএসজির ৮৩ পয়েন্ট। অপর দিকে মোনাকোর রয়েছে ৭৬। আর ২ ম্যাচে মোনাকো জিতলেও পিএসজিকে ছুঁয়ে ফেলতে পারছে না। ফলে পিএসজি চ্যাম্পিয়ন হয়ে গেছে।

এবারও টাকার বস্তা দিয়ে গড়া আরেক ক্লাব মোনাকো পারল না। এই দলটি পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে। আর মাঠে নামার আগেই অবশ্য পিএসজি চ্যাম্পিয়ন নিশ্চিতন হয়ে গিয়েছিল। কারণ পয়েন্ট টেবিলের নিকটবর্তী মোনাকো ১-১ গোলে ড্র করে গুইনগাম্পের সঙ্গে।

টানা দুবার শিরোপা জয়ের মূল নায়ক ইব্রাহিমোভিচ তাই বললেন, ‘ফ্রান্সে এখন আমরাই সেরা। এবার চ্যাম্পিয়নস লিগ জয়ে নজর দিতে হবে আমাদের।’

(ওএস/পি/মে ০৮,২০১৪)