ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর বাজারের কাছারী বাগানে বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান যুব সংঘের উদ্যোগে নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে বস্তিবাসীদের প্রাথমিক শিক্ষা,বাংলা বর্ণমালা এবং নাম সাক্ষর শিখানো হয়।আমাদের সংঘের সদ্যসরা এদের সাথে মিশে জানতে পারে এদের অনেক স্বপ্ন আছে ও সকলের ইচ্ছা স্কুলে যওয়ার কিন্তুু অর্থনৈতিক কারণে পারে না।

আমরা কি পারি না একটু তাঁদের পাঁশে গিয়ে দাঁড়াতে? দরিদ্র আমাদের একটি দেশ, তাঁর মাঝে শেষ নেই সমস্যার। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক আরও কত সমস্যা নিয়ে আমাদের বেচেঁ থাকতে হচ্ছে। এত সমস্যার মাঝেও আমরা বেঁচে আছি, আমরা জীবনের সাথে কঠিন ও বাস্তবতার সাথে যুদ্ধ করে। আমাদের চারপাঁশে যদি একটু আমরা একটু তাকাই, তাহলে দেখতে পাবো কত মানুষ আছে,যারা একবেলা খেতে পায় না। বর্ষায় বৃষ্টিতে ভিজে, শীতে ঠাণ্ডায় কষ্ট পায়, রোঁদে শরীর পুড়ে, কেউ আবার টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যায়। আমরা কি পারি না একটুতাঁদের পাঁশে গিয়ে দাঁড়াতে। হয়তো আমাদের অল্পও কিছু সাহায্য ফুঁটাতে পারে তাঁদের মুখে একটু হাঁসি। মানুষ তো মানুষের জন্য। আমরা এক হয়ে পারি অনেক কিছু জয় করতে,আমরা আগেও করেছি এবং এখনও করছি, আগামীতেও আমরা করে যাবো। আসুন আমরা সবাই যে যার যার স্বস্বঅবস্থান থেকে সাহায্যের হাতটি বাড়িয়ে দিই, আমাদের আশপাশের এইঅসহায় হত দরিদ্র মানুষ গুলোর দিকে। সমাজ সেবায় "আমাদের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান যুব সংঘ - খালিশপুর,মহেশপুর,ঝিনাইদহ।
(যেআর/পিবি/ফেব্রুয়ারি ৩,২০১৫)