নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে হরতাল অবরোধে নাশকতার অভিযোগে সাবেক ইউপি সদস্য ও চুরির মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা গেছে, গত সোমবার রাতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ফয়জুর রহমানের নেতৃত্বে এসআই আকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে সাবেক ইউপি সদস্য জাহেদুল ইসলাম(৩৮)কে গ্রেফতার করে। সে দেওতা গ্রামের আব্দুল জব্বারের ছেলে। পুলিশ জানিয়েছে, সাবেক ইউপি সদস্য জাহেদুল ইসলাম বিভিন্ন অপরাধসহ নাশকতামূলক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছে। অপরদিকে, ওই রাতেই এসআই জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এক অভিযান চালিয়ে সাবমার্চিবল (পানি তোলার যন্ত্রাংশ) চুরির মামলায় ৩জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার হলো- উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাটদিঘী গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম(২৫), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে এমদাদুল হক(২৫) ও গাড়িয়াল পাড়ার আকরাম হোসেনের ছেলে আবু ছলিম(২০)। গ্রেফতারকৃতদের কোর্ট হাজতে পাঠিয়েছে পুলিশ।
(এনআই/পিবি/ফেব্রুয়ারি ৩,২০১৫)