ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে গরু বোঝায় ট্রাকে বোমা হামলা চলানোর অভিযোগ এনে কেন্দ্রীয় নির্বাহীর সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান,জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ ৫৩জন নেতাকর্মীকে এজাহার করে থানায় মামলা করা হয়েছে।

মামলায় আরো ৪০-৪৫ জনকে অজ্ঞাত নামীয় আসামী করা হয়েছে। ক্ষতি গ্রস্থ্য ট্রাকের ড্রাইভার সবুজ হোসেন বাদী হয়ে ঝিনাইদহ থানায় এই মামলা দায়ের করেন। ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাব উদ্দিন আজাদ জানান,গত শনিবার ঝিনাইদহ চুয়াডাঙ্গ বাসষ্ট্যান্ডে গরু বোঝাই ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারলে ট্রাকের আংশিক পুড়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে ড্রাইভার সবুজ হোসেন মামলা দায়ের করেন। তিনি আরও জানান আসামীদের ধরার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের নামে হয়রানী মুলক মিথ্যা মামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এড এম এ মজিদ ও মহেশপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোমিনুর রহমান। পৃথক বিবৃতিতে তারা নেতাদের হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবী জানান। এদিকে কার্যালয়ে অগ্নিসংযোগ, বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গনগ্রেফতার, মিথ্যা মামলা দায়ের ও জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানসহ শীর্ষ নেতাদের বাড়িতে পুলিশ অভিযানের প্রতিবাদে আগামী কাল বুধবার ঝিনাইদহ জেলায় সকাল সন্ধ্যার হরতাল আহবান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
(যেআর/পিবি/ফেব্রুয়ারি ৩,২০১৫)