ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, সাধারণ জনগণের ভূমি নিয়ে ভোগান্তি দূর করতে অনলাইনে ভূমির তথ্য পাওয়া নিশ্চিতসহ ভূমিকে ডিজিটালাইজড করার সরকারের প্রথম পদক্ষেপ এটি। তিনি বলেন, ই-গভর্নেন্স ও ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত জনসেবা পেতে আমরা ৭টি জেলার ৪৫টি উপজেলায় ভূমির তথ্য অনলাইনে পাওয়া নিশ্চিত করেছি এবং পরবর্তীতে সারাদেশে ক্রমান্বয়ে এর বাস্তবায়ন করা হবে। আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএলএমএস) প্রকল্প বাস্তবায়নে ভারতের আইএলএন্ডএফএস টেকনোলজি লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এ কথা বলেন।

ভূমি মন্ত্রী শামসুর রহমান বলেন, আমি বিশ্বাস করি যথাসময়ের মধ্যে এদেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় প্রকল্পের কাজে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানটি তাদের সর্বোচ্চ ইনফরমেশন টেকনোলজিকে কাজে লাগাবেন।

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, এ চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করার একটি চমৎকার পরিবেশের সৃষ্টি হলো। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে চুক্তি অনুযায়ী কাজ সম্পাদনের পরামর্শ দেন।
প্রকল্প বাস্তবায়নের চুক্তিতে বাংলাদেশের পক্ষে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের প্রকল্প পরিচালক জিল্লুর রহমান ও ভারতের পক্ষে আইএলএন্ডএফএস টেকনোলজির সহকারী ভাইস প্রেসিডেন্ট আশীষ কুমার স্বাক্ষর করেন।
এসময় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম, ভারতের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী, আইএলএন্ডএফএস টেকনোলজি লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার দুর্গা প্রসাদ, এডিবি’র কর্মকর্তা বিদ্যুৎ কুমার সাহাসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ, গাজীপুর, শেরপুর, পাবনা এবং দিনাজপুর জেলার সকল উপজেলা, রাজশাহী জেলার বাঘা ও পুটিয়া উপজেলা এবং জামালপুর সদর উপজেলা ব্যতিত সকল উপজেলা মোট ৭টি জেলার ৪৫টি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়িত হবে। ভারতের আইএলএন্ডএফএস টেকনোলজি লি. এ কাজ ৮৮ কোটি ৪২ লাখ ৯১ হাজার ৫৫৮ টাকার মধ্যে ১৮ মাসের মধ্যে সম্পন্ন করতে সক্ষম বলে চুক্তিতে স্বাক্ষর করে। এ লক্ষ্যে পরবর্তী বছরের ফেব্রুয়ারির মধ্যে কাজটি সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ সম্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এর ব্যয় ধরা হয়েছে ১৫৫ কোটি ৮৪ লাখ টাকা। যার মধ্যে বিদেশ থেকে প্রকল্পের অনুদান রয়েছে ১২৭ কোটি ৯২ লাখ টাকা। বাকি টাকা জিওবি খাত থেকে নির্বাহ করা হবে।

(এসকেকে/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৫)