বাকৃবি প্রতিনিধি : ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রশিবিরের সাহিত্য ও প্রচার প্রকাশনা সম্পাদক মুশফিক আল-মেহেদীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার অভিযান চালিয়ে শহরের কাঁচিঝুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের সমর্থনে কাঁচিঝুলি এলাকায় মিছিল বের করে শিবির। খবর পেয়ে পুলিশ শিবিরকর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে মুশফিক আল-মেহেদীকে গ্রেফতার করে।

এ বিষয়ে ছাত্রশিবির সভাপতি মঞ্জুর মোর্শেদ জানান, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে। পরে বাকৃবি ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা মুশফিক আল-মেহেদী ওরফে তিমুকে গ্রেফতার করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাঙচুর ও বোমা নিক্ষেপ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

(ওএস/এটিআর/জানুয়ারি ০৩, ২০১৫)