নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় পলাশ চন্দ্র মন্ডল (৩০) নামে সংখ্যালঘু এক ব্যক্তির জমির ধান কেটে নিলো জামায়াত নেতা আব্দুল কাউয়ুম। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল কাইয়ুম চককানু মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক।

ভুক্তভোগি পলাশ চন্দ্র মন্ডল জানান, রামনগর মৌজার ভোগদখলীয় ৯ শতক জমিতে আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের বোরো ধানের চাষ করেন তিনি। বৃহস্পতিবার সকালে জামায়াত নেতা আব্দুল কাইয়ুম ৮/১০ জন ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে তার জমির ধান জোরপূর্বক/কেটে লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে তাকে হত্যার হুমকি দেয় ওই জামায়াত নেতা। ঘটনায় পলাশ চন্দ্র মন্ডল বাদি হয়ে আব্দুল কাইয়ুম, সাহেব আলী, আরিফুর রহমান, এরশাদ আলীসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহেল বাকী মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তের জন্য উপপরিদর্শক আব্দুল মান্নানকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে ধান কেটে নেয়ার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল মান্নান।

(বিএম/এটি/মে ০৮, ২০১৪)