লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে সড়কে নাশকতা ও ভাংচুরে জড়িত থাকায় দুই যুবদলকর্মী ও চেক জালিয়াতির মামলায় ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সোনাপুর, পূর্বচরপাতা ও টাকুয়ারচর গ্রাম পুলিশ আবু তাহেরের ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।

আসামীরা হলেন, সোনাপুর গ্রামের মোবরক আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৪), পূর্বচরপাতা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে বোরহান উদ্দিন (২৪) ও টাকুয়ার চর গ্রামের নেছার আহম্মদের ছেলে ।
জানাযায়, গত ৯ জানুয়ারী রায়পুর পানপাড়া সড়কের নয়াহাট এলাকায় যুবদলকর্মী দেলোয়ার ও বোরহান উদ্দিনসহ কয়েকজন সড়কে অটোরিক্সা ভাংচুর করে। পরে ১০ জানুয়ারী চালক সবুজ বাদী হয়ে আটককৃতদেরসহ ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১০-১৫ জনের নামে বিস্ফোরক আইনে মামলা করেন। বুধবার ভোরে আসামীদেরকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এদিকে ২০১২ সালে ব্যাংকে টাকা জমা না রেখে ৬ লক্ষ টাকার চেক দিয়ে ব্যবসায়ী তাজল ইসলামের সাথে প্রতারণা করেন ইসমাইল। পরে চেকটি ডিজঅনার হলে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ওই ব্যবসয়ী আদালতে মামলা ইসমাইলকে আসামী করে মামলা করেন। ২০১৪ সালে ইসমাইলের এক বছরের সাজা দেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার ভোরে চরমোহনা ইউনিয়নের টাকুয়ারচর গ্রাম পুলিশ আবু তাহেরের ঘর থেকে ইসমাইলকে গ্রেফতার করা হয়।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, বুধবার দুপুরে আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
(পিআর/পিবি/ফেব্রুয়ারি ৪,২০১৫)