দিনাজপুর প্রতিনিধি : উৎসবমুখর ও আনন্দ ঘন পরিবেশে দিনাজপুরে পালিত হলো ১৮৬তম বিশ্ব রেডক্রস-রেডক্রিসেন্ট দিবস।

বৃহস্পতিবার ১৮৬তম বিশ্ব রেডক্রস-রেডক্রিসেন্ট দিবস পালন উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট সকাল ৮টায় জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে। পাহাড়পুর ইউনিট কার্যালয় প্রাঙ্গনে দিনাজপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. মোশায়েব- উল- ইসলাম। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইউনিটের সেক্রেটারী মো. আলাউদ্দীন, আজীবন সদস্য আব্দুস সামাদ চৌধুরী ও আবুল কালাম আজাদ এবং ইউনিটের সহকারী পরিচালক আকরাম আলী খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল।

দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় সাদিয়া আফরিন সেতু প্রথম, মো. মারজানুল ইসলাম দ্বিতীয়, মাহি তৃতীয় ও মিরাজ সান্তনা পুরষ্কার এবং রচনা প্রতিযোগিতায় মো. নবীন প্রথম, মো. আতিক দ্বিতীয় ও রাকিবুল ইসলাম তৃতীয় স্থান দখল করে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করে। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন যুব রেডক্রিসেন্ট এর সদস্য ও সদস্যারা।


(এটি/এটি/মে ০৮, ২০১৪)