বগুড়া  প্রতিনিধি : বিএনপি জোটের ডাকা হরতাল কর্মসূচি গতকাল বুধবার বগুড়ায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালের পক্ষে বিপক্ষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরে রিকশা, ভ্যানসহ যন্ত্রচালিত যানবাহন চলাচল করছে। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট আংশিক খোলা রয়েছে। সরকারী ও বেসরকারী অফিস, ব্যাংক বীমা খোলা থকালেও মানুষের উপস্থিতি ছিল কম। এদিকে হরতাল চলাকালে বেলা ১২ টায় শেরপুর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও ভারপ্রাপ্ত সেক্রেটারী রেজাউল করিম বাবলু ও ভবানীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী খলিলুর রহমানকে পুলিশ আটক করেছে।

হরতালের সমর্থনে সকালে শহরের চেলোপাড়ায় বিএনপি ও ধরমপুর অলির বাজারে জামায়াত শিবির মিছিল করেছে। এছাড়া হরতালের বিপক্ষে বেলা ১২ টায় শহরে মিছিল সমাবেশ করেছে জেলা যুবলীগ। বিকেলে শহরের ফুলবাড়ীতে পৌর আওয়ামীলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভাংচুর ও নাশকতা মামলার আসামীসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে। বগুড়া সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, শহরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। ভাংচুর ও নাশকতা মামলায় ৯ জনসহ ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
(আএসবি/পিবি/ফেব্রুয়ারি ৪,২০১৫)