স্টাফ রিপোর্টার : দেশের সবগুলো রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) নারী শ্রমিকদের জন্য বহুতল বিশিষ্ট ডরমিটরি ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ (বেপজা)।

বিভিন্ন ক্যাটাগরির আবাসন সুবিধা রেখে সামান্য ভাড়ায় নারী শ্রমিকদের ব্যবহার উপযোগী আবাসন এ ভবনগুলো নির্মিত হবে। যাতে নারী শ্রমিকদের আবাসন সমস্যার সমাধান হয়।

বেপজা’র চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে বেপজার পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বেপজা’র ৩৩তম সভা। চার বছর পর সভাটি অনুষ্ঠিত হলো।

সভায় উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত , শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. অতিউর রহমান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. এমএ সামাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বেপজার ঊর্দ্ধতন কর্মকর্তারা।

বেপজা’র নির্বাহী সভাপতি মেজর জেনারেল হাবিবুর রহমান সভায় বেপজা’র বিভিন্ন চলমান দিক তুলে ধরেন।

সভায় নারী শ্রমিকদের জন্য ডরমিটরি ভবন নির্মাণের সিদ্ধান্ত ছাড়াও যেসব ইপিজেড ইউনিয়ন পরিষদের আওতায় রয়েছে সেগুলোর ইউনিয়ন পরিষদের ট্যাক্সের আওতামুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, আদমজি ইপিজেডের পাশে ২নং মিলের পরিত্যক্ত অংশে আধুনিক পাটজাত পণ্য উৎপাদন করবে এমন বিনিয়োগকারীদের লিজ দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৫)