বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭ ট্রাক লেকচার, নিউটন পাবলিকেশন্স প্রকাশনীর নকল বই উদ্ধার করেছে। বুধবার বগুড়া শহরের আটাপাড়া উত্তরপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ভ্রাম্যমান আদালত বইগুলো উদ্ধার করে।

লেকচার নিউটন পাবলিকেশন্স প্রকাশনীর লোগো ব্যবহার ও বই প্রকাশ করে মোটা অংকের টাকা হাতিয়ে নিত প্রতারক চক্র। বগুড়ায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি জানান, ৭ ট্রাক বই উদ্ধার হয়েছে। বইগুলি বাইন্ডিং করার সময় কর্মচারিরা ছাড়া এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ৬ষ্ঠ শ্রেণীর নোট বা গাইড বই রয়েছে বেশি। প্রায় ২৯ লাখ টাকা মুল্যের লেকচার নিউটন পাবলিকেশন্স প্রকাশনীর লোগো ব্যবহার করে বই প্রকাশ করে আসছিল। উদ্ধারকৃত নকল বই শহরের মাটিডালী এলাকায় করতোয়া নদীর পাশে আগুনে পোড়ানো হয়েছে।

(এএসবি/পি/ফেব্রুয়ারি ০৪, ২০১৫)