ঝালকাঠি প্রতিনিধি : ২০ দলীয় জোটের ডাকা টানা ৩০ দিনের অবরোধে ঝালকাঠিতে ১২ মামলায় বিএনপি জামায়াতের ৬৩ নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে। বর্তমানে ঝালকাঠির জামায়াত বিএনপির বেশীরভাগ নেতা কর্মী গ্রেপ্তার আতংকে আত্মগোপন করেছে। জেলার বিভিন্ন স্থানে গাড়ীতে আগুন পেট্রল বোমা নিক্ষেপসহ রাজনৈতিক সহিংষতায় ১২ টি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় নামধারী ১শ ৫২ জন এবং অজ্ঞাত কমপক্ষে ১৫০ জনকে আসামী করা হয়েছে। মামলার এজাহারনামীয় ১৭ জন এবং সন্দিগ্ধ আসামী হিসেবে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে সংশ্লিস্ট থানা পুলিশ। যাদের বেশীর ভাগই এখন কারাগারে রয়েছে।

৩০ দিনের অবরোধে ঝালকাঠি সদরে দুইটি বাসে, একটি ট্রাকে আগুন, গাবখান নদীতে বাঙ্গালি জাহাজে পেট্রল বোমা নিক্ষেপ, নলছিটিতে দুইটি বাসে, একটি টেম্পুতে এবং একটি দোকানে আগুন এবং নলছিটি মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ঝালকাঠির বাসটার্মিনাল থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলে ও ঝালকাঠি-ঢাকা রুটের লঞ্চ নিয়মিত যাতায়াত করছে। জেলার অভ্যন্তরীণ রুটে সকল বাস চলাচল করছে তবে বাসের সংখ্যা কম ছিল। ঝালকাঠির পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন জেলা ও উপজেলা সদর থেকে কিছু বাস ঢাকার উদ্দেশে পুলিশ প্রহরায় ছেড়ে যাচ্ছে। যে কোন পরিবহন পুলিশের সহায়তা চাইলে দেওয়া হচ্ছে।

(এএম/পি/ফেব্রুয়ারি ০৪, ২০১৫)