স্টাফ রিপোর্টার, ঢাকা : চলতি অর্থ বছরে বাংলাদেশকে ২৭০ কোটি ডলার ঋণ সহায়তা প্রদানে প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফিলিপ লি হাউয়েরু সাংবাদিকদের এ কথা বলেন। ফিলিপ বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে। এ দেশের অর্থনীতি এগিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এখানকার মানুষের মধ্যে উদ্যোগক্তাসুলভ মানসিকতা রয়েছে। এ ছাড়া বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী।’

আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশের চেয়েও বেশি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পদ্মাসেতু প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করছে। আমরা পদ্মাসেতুতে অর্থায়ন না করলেও অন্য বিভিন্ন খাতে অর্থায়ন করছি। অর্থয়ন বড় কথা নয়। বাস্তবায়নই আসল।’

(ওএস/এটি/এপ্রিল০১, ২০১৪)