টাঙ্গাইল প্রতিনিধি : জেলার ঘাটাইল উপজেলার ঘাটাইল ইউনিয়ন পরিষদের সদস্য আ. বারেকের বাড়িতে সংন্ত্রাসী বাহিনীর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আ. বারেকের স্ত্রী কামরুন নাহার বীথি সহ ৩ জন আহত হয়েছেন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলার শাহপুর গ্রামের আ. আজিজ, কাইতকাই গ্রামের সুজন আকন্দ, নুরুল ইসলাম, ঘাটাইল দক্ষিণ পাড়ার আবু হানিফ, আতিক ও আবির গংয়ের সাথে ইউপি সদস্য আ. বারেকের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে গত ৩ ফ্রেরুয়ারি স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান রানা বাহিনী নামে খ্যাত একটি ভারাটিয়া বাহিনী মারাক্তক অস্ত্রে সজ্জিত হয়ে আ. বারেকের বাড়িতে হামলা চালায়।

এসময় তারা আ. বারেকের বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করে এবং ব্যাপক লুটতরাজ শেষে পেট্রোল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে বসত ঘরে ধ্বংসস্তুপ ও প্রয়োজনীয় কাগজপত্রাদী ভস্মিভুত হয়। উক্ত সন্ত্রাসী বাহিনী ৫ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নেয়।

এবিষয়ে ঘাটাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এদিকে অভিযোগ প্রত্যাহারের জন্য সন্ত্রাসীরা নানা ভাবে হুমকী দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর সুজন আকন্দ, দেলোয়ার হোসেন লেবু, আ. আজিজ, আনছের আলী আকন্দ ও নুরুল ইসলাম আকন্দ গং জমিজমা নিয়ে চলমান বিরোধের জের ধরে শফিউজ্জামান আকন্দ, বাবু ও সমেলের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

এ ঘটনায় শফিউজ্জামান আকন্দের ছেলে রুবেল বাদি হয়ে ঘাটাইল থানায় মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।


(ওএস/এটিআর/জানুয়ারি ০৪, ২০১৫)