স্পোর্টস ডেস্ক, ঢাকা : আন্দ্রে আগাসি মনে করেন, রজার ফেদেরার নন। রাফায়েল নাদাল সর্বকালের সেরা খেলোয়াড় টেনিসের ইতিহাসে। সুইজারল্যান্ডের টেনিস যুবরাজ ফেদেরার রেকর্ড (ওপেন যুগ) ১৭ গ্র্যান্ড স্লামের মালিক। অপর দিকে নাদালের রয়েছে ১৩টি। তাহলে ঠিক কোন জায়গায় নাদাল এগিয়ে রয়েছেন? এই প্রশ্নের জবাবে আগাসি জানিয়েছেন, টেনিসের স্বর্ণ যুগে নাদাল দুরন্ত প্রতিযোগিতায় উন্নতি করছে। আর নাদাল মুখোমুখি হয়েছে অন্যতম সেরা জকোভিচ, ফেদেরার ও মারের মতো প্রতিযোগীর। আগাসি বলেছেন,‘ আমি নাদালকে ১ নাম্বারে রাখব। আর ফেদেরার থাকবে ২ নাম্বারে।’

৮ গ্র্যান্ড স্লামের মালিক আগাসি আরও যোগ করেন, ‘নাদাল ফেদেরার, জকোভিচ ও মারেকে টেনিসের স্বর্ণযুগে মোকাবেলা করেছেন। যা করার ছিল সে করেছে। আর অনেক কিছু তার করার বাকি রয়েছে।’

(ওএস/পি/মে ০৮,২০১৪)