বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় পণ্যবোঝাই একটি ট্রাকে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রাক চালক ও তার সহযোগী। তবে ট্রাকে আগুন ধরার কারণটি নিশ্চিত করতে ‍পারেননি চালক ও প্রত্যক্ষদর্শীরা।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাজাহানপুর উপজেলাধীন ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

এ সময় উপস্থিত স্থানীয়রা জানিয়েছেন, বগুড়া থেকে আলু বোঝাই পুষ্পিতা ফারদিন পরিবহনের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৯৭৮৫) ঢাকার দিকে যাচ্ছিল। পথে উপজেলার মাঝিড়া বাইপাসে পৌঁছালে হঠাৎ করে বিকট শব্দে ট্রাকে আগুন লেগে যায়।

ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়।

ট্রাকচালক আশরাফুল ইসলাম জানান, ট্রাকটি সিএনজি বা পেট্রোল চালিত নয়। ডিজেল চালিত ট্রাকে হঠাৎ করে এভাবে দাউ দাউ করে আগুন ধরতে পারে না।

নাশকতা করেই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ট্রাকে আগুনের ঘটনাটি রহস্যজনক। কীভাবে ঘটনাটি ঘটলো তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ০৪, ২০১৫)