নারায়ণগঞ্জ প্রতিনিধি : গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় জামাতা ও ছেলের জড়িত থাকার অভিযোগ ওঠায় সরকারের এক প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এ দাবি জানান।

এসময় তারা বলেন, র‌্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে সাত খুনের ব্যাপারে জড়িত থাকার বিষয়ে পরিস্কার তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে হবে। তারা বলেন, নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান টেলিভিশনে বলছেন প্রধানমন্ত্রীর নির্দেশনার বাইরে তিনি কিছু করেন না। এখন প্রধানমন্ত্রীর দপ্তরের অবস্থান পরিস্কার করা দরকার শামীম ওসমানের সমস্ত কর্মকতান্ডের দায়ভার প্রধানমন্ত্রীর কিনা। নারায়ণগঞ্জে যিনি গডফাদার হিসেবে পরিচিত তিনি যদি রাষ্ট্রের বড় মহলের হিসেবে পরিচিত হন তাহলে এখানকার মানুষের নিরাপত্তা কোথায়!

মতবিনিময় সভায় গণতান্ত্রিক বাম মোর্চার নারায়ণগঞ্জের আহ্বায়ক তরিকুল সূজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বামমোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক শুভ্রাংসু চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারন সম্পাদক সাইফুল হক, গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জুনায়েদ সাকি, গনতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারন সম্পাদক মোশারেফা মিশু প্রমুখ। পরে বাসদ নেতা খালেকুজ্জামান, বজলুর রশিদ ফিরোজ, সিপিবি’র সেক্রেটারি সৈয়দ আবু জাফর আহমেদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

(এএইচ/পি/মে ০৮,২০১৪)