মাগুরা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেছেন, বিএনপি-জামায়াত হরতাল অবরোধের নামে দেশে যে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছে সে অন্ধকার বেশি দিন থাকবে না। কেন না দেশের মানুষ কখনও অন্যায়ের কাছে মাথানত করেনি আগামীতেও করবে না।

তিনি বৃহস্পতিবার দুপুরে মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী গোলাম মওলা, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরল হোসেন মোল্য প্রমুখ।


প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর আরো বলেন, বিএনপি নির্বাচনে না যেয়ে যে ভুল করেছে সেই ভুলের মাসুল এখন সাধারণ মানুষের উপর চাপানোর চেষ্টা করছে। চলন্ত গাড়িতে বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে। এর বিরুদ্ধে মানুষ এখন রাস্তায় নেমে এসেছে। দেশের মানুষ খুব দ্রুতই ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামায়তের এসব নাশকতার জবাব দেবে।

ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের মোট শতাধিক ছাত্র-ছাত্রী ২৩ টি ইভেন্টে অংশ নিচ্ছে।

(ডিসি/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০১৫)