বগুড়া প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে ১৯৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুর রহিমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

সান্তাহার রেলওয়ে জিআরপি থানা সুত্রে জানা গেছে, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার জংশন স্টেশনে অবস্থান গ্রহণ করে।

দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান আন্তঃনগর ট্রেনটি সান্তাহার স্টেশন পৌঁছলে ট্রেনে তল্লাশি চালায়। এসময় রুবেল নামক এক যুবককে আটক করে। পরে তার কাছে থাকা দুইটি ব্যাগ থেকে ১৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

গ্রেফতারকৃত রুবেল নওগাঁ জেলার বদলগাছী উপজেলার রহিমপুর গ্রামের আজাহার আলীর ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



(এএসবি/এসসি/ফেব্রুয়ারি০৫,২০১৫)