রাজশাহী প্রতিনিধি : পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা শাহাবুদ্দিন নিহত হওয়ায় রবিবার থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।

শুক্রবার সকালে রাজশাহী মহানগরী শিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান স্বাক্ষরিত বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে জানানো হয়, ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার তথ্য সম্পাদক মো. শাহাবুদ্দিনকে পুলিশ কর্তৃক অন্যায়ভাবে হত্যার প্রতিবাদে রাজশাহী বিভাগের ৮ জেলায় রবিবার (০৮-০২-১৫) সকাল ৬টা হতে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতালের আহবান জানানো হয়েছে।এছাড়া শনিবার বিক্ষোভ কর্মসূচিও পালন করা হবে। শুক্রবার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে আরো জানানো হয়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শাখার তথ্য সম্পাদক মো. শাহাবুদ্দিন, হবিবুর হল সভাপতি মো. হাবিবুর রহমান এবং বিনোদপুর আবাসিক সভাপতি মফিজুর রহমান বন্ধুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটর সাইকেল করে ফেরার পথে কাটাখালি পৌরসভার সামনে পুলিশ তাদের গতিরোধ করে গ্রেপ্তার করে। পরে পুলিশ শাহাবুদ্দিনকে অমানুষিক নির্যাতনের পর গুলি করে হত্যা করে এবং অপর দুইজনকেও গুলিবিদ্ধ করে আহত করে। বর্তমানে তারা দুইজন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছে।

(ওএস/অ/ফেব্রুয়ারি ০৬, ২০১৫)