চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মহানন্দা নদীর ওপারে বারোঘরিয়া ব্রিজ চত্বর থেকে তল্লাশি চালিযে শুল্ক ফাঁকি দিয়ে আমদনি করা ২২ হাজার ৩৬৫ কেজি বিট লবণসহ দুটি ট্রাক আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি।

ঢাকা-চাঁপাই-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের বারোঘরিয়া ব্রিজ চত্বর থেকে ভারত থেকে আমদানি করা ২২ হাজার ৩৬৫ কেজি বিট লবণসহ দুটি ট্রাক বৃহস্পতিবার রাতে আটক করা হয়।

এ ব্যাপারে ৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আবু জাফর শেখ মো. বজলুল হক পি.এস.সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সোনামসজিদ স্থলবন্দর পথে শুল্ক ফাঁকি দিয়ে আমদনিঁকরা বিট লবণসহ ট্রাক দুটি আটক করা হয়।

আটক করা ২২ হাজার ৩৬৫ কেজি বিট লবণের মূল্য প্রায় নয় লাখ টাকা। আটক লবণ ও ট্রাক দুটি বৃহস্পতিবার রাতেই নিয়মানুযায়ী চাঁপাইনবাবগঞ্জ শুল্ক অফিসে জমা করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

(ওএস/এইচআর/মে ০৯, ২০১৪)