প্রবীর সিকদার : নাশকতা পরিত্যাগ না করলে বিএনপি-জামায়াত জোটের কোনো খবর প্রচার করবে না অনলাইন নিউজ পোর্টাল উত্তরাধিকার ৭১ নিউজ www.u71news.com । এটা আমাদের তথা উত্তরাধিকার ৭১ নিউজের নৈতিক ও পেশাগত সিদ্ধান্ত। আমাদের অবস্থান খুব স্পষ্ট, আমরা তথাকথিত নিরপেক্ষ নই। আমরা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ প্রশ্নে আপোসহীন। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আমরা তাদেরও পক্ষে।

আমরা খুব যৌক্তিক কারণেই মনে করি, বিএনপি-জামায়াত জোটের চলমান তথাকথিত আন্দোলন কোনো গণতান্ত্রিক আন্দোলন নয়। এটা স্পষ্ট নাশকতা, নৃশংস তাণ্ডব। শুধু জনসমর্থনহীন নয়, নেতাকর্মীবিহীন এই আন্দোলনের লক্ষ্য পেট্রোলবোমায় মানুষ খুন করে নৃশংসতা প্রকাশের মাধ্যমে দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি করা। তালেবান স্টাইলে প্রেসরিলিজ নির্ভর আন্দোলন কর্মসূচি ঘোষণা করছে বিএনপি-জামায়াত জোট। আর তথাকথিত সেই আন্দোলন কর্মসূচি প্রচারের দায়িত্ব পালন করছে গণমাধ্যম। সেই কর্মসূচি পালনের নামে দেশজুড়ে চলছে নৃশংসতা। পেট্রোল বোমায় পুড়ছে মানুষ, মরছে মানুষ। পেট্রোলবোমায় অতিসাম্প্রতিক সময়ে নৃশংস মৃত্যুর শিকার হয়েছেন ৫০ জনেরও বেশি সাধারণ মানুষ।

আমরা নৈতিক ও পেশাগত অবস্থান থেকেই মনে করি, আন্দোলন কর্মসূচি প্রচারের মাধ্যমে নাশকতা সৃষ্টির কাজে পরোক্ষ সহযোগিতা করা গণমাধ্যমের কাজ নয়। আর সেই স্পষ্ট অবস্থান থেকেই আমাদের তথা উত্তরাধিকার ৭১ নিউজের সিদ্ধান্ত, নাশকতা পরিত্যাগ না করা পর্যন্ত বিএনপি-জামায়াত জোটের কোনো খবর প্রচার করবে না উত্তরাধিকার ৭১ নিউজ। তবে দেশ জুড়ে নাশকতাবিরোধী জনমত গড়তে সতর্কতার সাথে সংঘটিত নৃশংস নাশকতার খবর প্রচার করবে উত্তরাধিকার ৭১ নিউজ। আন্দোলনের নামে নৃশংস নাশকতার বিরুদ্ধে সোচ্চার হতে আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাই। সেই সঙ্গে সকল মানুষের জানমাল রক্ষায় কঠোর কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই আমরা ।