চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার চিনাভাতকুর গ্রামের সীমা খাতুন (২৩) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ শুক্রবার সকাল নয়টার দিকে উদ্ধার করেছে পুলিশ। সীমা খাতুন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামের আরিফ হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন সকালে নিজ ঘরের আড়ার সাথে গৃহবধু সীমা খাতুন গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।
দাম্পত্য কলহের কারণে গৃহবধু সীমা অভিমানে আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(এসএইচএম/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৫)