নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার ৬টি ভেন্যু কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের এসএসসি ৭৯৯জন, দাখিল ৪৭৯জন ও কারিগরি ২৫৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। বেলা ১১টার দিকে পৌর শহরের দামগাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা ও নন্দীগ্রাম পাইলট হাইস্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তানসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার ইমাম, উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, পৌরসভার মেয়র সুশান্ত কুমার শান্ত, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার আলী, সমাজ সেবা কর্মকর্তা শাহজাহান আলী, মৎস্য অফিসার রনি চন্দ্র মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক বকুল হোসেন প্রমূখ। এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি প্রতিটি ভেন্যু কেন্দ্রে উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী নূরুল আমিন বাচ্চু ও পৌর জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলামের যৌথ নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পরীক্ষা কেন্দ্রের আশপাশে অবস্থান নেয়।

(এমএনআই/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৫)