বগুড়া প্রতিনিধি : বগুড়ায় মাধ্যমিক, দাখিল ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রের আশপাশে পুলিশ র‌্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বক্ষনিক টহল দিতে দেখা গেছে।

জেলার ৭৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা নিরপদে পরীক্ষা হলে যেতে শহরের বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা টহল দেয়। মোট পরীক্ষার্থী ছিল ৩৪ হাজার ৯১৮ জন। এরমধ্যে প্রথম দিন এসএসসিতে অনুপস্থিত ছিল ৭২ ও দাখিলে ২৮ জন।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম জানান, শান্তিপূর্ণ পরিবেশে জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

(এএসসবি/এটিআর/ফেব্রুয়ারি ০৬, ২০১৫)