স্পোর্টস ডেস্ক, ঢাকা : শুক্রবার বাংলাদশে ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে উত্তারঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুদলই শিরোপার জন্য লড়বে। তবে ম্যাচের আগে হলফ করে বলা মুশকিল কে ফেভারিট।

বৃহস্পতিবার মিরপুর বিসিবি অফিসে শেন জার্গেনসেনকে বিদায় জানাতে আসেন বিসিএল উত্তরাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাক। এসময় তিনি বলেন, ‘মিরপুরের উইকেট এমনিতেই স্পোর্টিং। উইকেট না দেখে আগে কিছু বলা যাবে না কারা সুবিধা পাবে। তবে এটুকু বলা যায় উইকেট থেকে যারাই সুবিধা নিতে পারবে তারাই জয়ের দেখা পাবে’।

অন্যদিকে বিসিবি উত্তরাঞ্চলের ক্রিকেটাররাও রয়েছেন ভালো ফরমে। অলরাউন্ডার ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী, ফরহাদ হোসেন ও নাসির হোসেনরা নিজেদের স্বভাব সুলভ খেলাটা খেলতে পারলে ম্যাচটি ফাইটিং হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

(ওএস/এইচআর/মে ০৯, ২০১৪)