বগুড়া প্রতিনিধি : বগুড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি বলেছেন, আমাদের আলোকিত পথে চলতে হবে।

আজকের নতুন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে নিজেদেরকে কাজে লাগাতে হবে। আগামীদিনে এ দেশের শিক্ষার্থীরা বাংলাদেশকে বিশ্বদরবারে নিয়ে যাবে। বাংলাদেশের মান উচুঁতে তুলে ধরবে। বর্তমান আওয়ামী লীগ সরকার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

শুক্রবার বিকেলে বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় বগুড়া পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমানের উদ্যোগে পিএসসি ও জেএসসি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিইডি বগুড়ার সাবেক সিনিয়র উপ সহকারি পকৌশলী আজিজুল হক, টিটিসি ঢাকার সাবেক প্রকৌশলী আব্দুস সামাদ, বিশিষ্ট ব্যবসায়ি শহিদুল ইসলাম শাহান, জজকোর্ট বগুড়ার এপিপি আমির হোসেন, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা, বৃটিশ টোব্যাকোর সমন্বয়কারি নওশাদুর রহমান নিশান, পানি উন্নয়ন বোর্ড বগুড়ার রিভিনিউ অফিসার মনিরুল ইসলাম তিস্তি, কাউন্সিলর পত্মী পারুল রহমান, সানফ্লাওয়ার হ্যাভেন কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ নজরুল ইসলাম, শফিকুল ইসলাম মানিক, আবুল বাশার বাদল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সুলতান মাহমুদ খান রনিকে আয়োজক কমিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি ওয়ার্ডের সকল জেএসসি ও পিএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারিদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

(এএসবি/এটিআর/ফেব্রুয়ারি ০৬, ২০১৫)