কিশোরগঞ্জ প্রতিনিধি : “সুন্দর আগামীর লক্ষে, ছড়া লিখি মানুষের পক্ষে”  এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে ৩য় ছড়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

এ উপলক্ষে গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ ছড়াকার সংসদের আয়োজনে বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সমারোহে নানা রঙ্গে সজ্জিত হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে ছড়া সম্মেলনে মিলিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছড়া সম্মেলনের উদ্ধোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব শিশু সাহিত্যিক ছড়াকার নূর হোসেন তালুকদার (আলম তালুকদার)। বিশিষ্ট ছড়াকার সুবীর বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত ছড়া সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম আলম। আলোচক ছিলেন কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, বেসরকারী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগীয় প্রধান পারভেজ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ ছড়াকার সংসদের সভাপতি ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান। অন্যন্যদের মধ্যে রাখেন বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মো.আসাদ উল্লাহ,গণতন্ত্রী পার্টির জেলা শাখার সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন, সনাক সভাপতি সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, ছড়াকার হারুন আল রশীদ। স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আবেদ হোসেন। আলোচক ছিলেন আলোকিত কিশোরগঞ্জের সম্পাদক প্রিন্স রফিক খান। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৪ জনকে গুণী ব্যাক্তিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদক প্রদান করা হয়েছে। পদক প্রাপ্তরা হলেন মু.আ. লতিফ (ঐতিহ্যচর্চায়),আলহাজ আব্দুল কদ্দুছ মিয়া (সমাজসেবায়), রফিক আখন্দ ( গবেষণা সাহিত্যে), সামিউল হক মোল্লা (ছড়া সাহিত্যে)। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ফাতেমা খায়রুন নাহার শোভা। এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হতে আগত কবি সাহিত্যিক ও ছড়াকারবৃন্দ তাদের স্বরচিত ছড়া পাঠ করেন। ছড়াসম্মেলনে ঈশা খাঁ সাংস্কৃতিক সংঘ ও মানবাধিকার নাট্য পরিষদের আয়োজনে গীতি নৃত্যনাট্য “চন্দ্রাবতী” পরিবেশন করা হয়। এবারের ছড়া সম্মেলনটি পিরিতের কাব্য গ্রন্থের লেখক প্রয়াত মহিউদ্দিন খান চৌধুরীর নামে উৎসর্গ করা হয়েছে।
(পিকেআর/পিবি/ফেব্রুয়ারি ৭,২০১৫)