গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার রাতে বেতগাড়া গ্রামে শত্রুতা করে ৩শ কলা গাছ কেটে ৫০হাজার টাকার ক্ষতি সাধন করেছে দুবৃর্ত্তরা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া গ্রামে তৌহিদুল ইসলামের ছেলে মোছাদ্দেকুল ইসলাম আদনান এর দেড় বিঘা জমি একই গ্রামের মজিবর রহমান শেখ দীর্ঘ দিন থেকে বর্গা নিয়ে চাষ করে আসছিল। প্রতি বারের ন্যায় এবারো জমিতে কলা চাষ করেছিল। কলার গাছে কলাও ধরেছিল। হঠাৎ গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একই গ্রামের মৃত তরিকুল ইসলাম মন্ডলের ছেলে মাছুদুল ইসলাম মন্ডল তার ছেলে রাসেল ও জামাই বাদশাহ তাদের জমি দাবী করে ১০/১২ জন দুবৃর্ত্ত নিয়ে দেশীয় ধারালো ছোড়া ও হাসুয়া দিয়ে কলা ধরা প্রায় ৩শ’ গাছ কেটে নষ্ট করে। এতে প্রায় ৫০হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় পাশের আমিরুল ইসলামের ২৫শতাংশ ভূট্টা ক্ষেতও ভেঙ্গে ক্ষতি সাধন করেছে দুর্বত্তরা। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছিল।
(এসডি/পিবি/ফেব্রুয়ারি ৭,২০১৫)