স্টাফ রিপোর্টার : দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের দাবিতে রবিবার ১২টায় সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে রাস্তায় নামবেন ব্যবসায়িরা। ১৫ মিনিটের জন্য তারা জাতীয় পতাকা হাতে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দাঁড়িয়ে যাবেন। ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নেতৃত্বে এই বিশেষ প্রতিবাদ কর্মসূচি পালন করতে যাচ্ছেন ব্যবসায়িরা।

এফবিসিসিআই এক বিবৃতি কর্মসূচি সফল করতে ব্যবসায়িদের আহ্বান জানিয়েছে। একই সাথে সংগঠনটি দেশের প্রতিটি জেলায় ব্যবসায়ী চেম্বার ও অ্যাসোসিয়েশনের সামনে বেলা ১২টা থেকে ১৫ মিনিটের জন্য এ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে।

এর আগে গত রোববার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের জরুরি বোর্ড সভা ও সাবেক সভাপতিদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ এ কর্মসূচি ঘোষণা করেন।

এ ব্যাপারে কাজী আকরাম বলেন, বর্তমানে যে ধংসাত্মক কর্মসূচি চলছে, আমরা তা চাই না। আমরা দেশের সাড়ে তিন কোটি ব্যবসায়ীকে নিয়ে রাজনৈতিক অস্থিরতা বন্ধের দাবিতে দাঁড়াব। আইন করে হরতাল অবরোধ বন্ধ করতে হবে।

‘দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও’ এই কর্মসূচির শ্লোগান হবে জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, আমরা কারও পক্ষে নই। আমরা অর্থনীতির পক্ষে, অর্থনীতির কথা আমাদের বলতে হবে।

২০১৩ সালের শেষ দিকে নির্বাচন সামনে রেখে দেশজুড়ে রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটেও শান্তির প্রতীক সাদা পতাকা নিয়ে দেশজুড়ে মানববন্ধন করে সহিংতার প্রতিবাদ জানিয়েছিল এফবিসিসিআই। এবার তারা দাঁড়াবেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০১৫)