বগুড়া প্রতিনিধি : স্বাধীনতা চেতনা পরিষদ বগুড়ার আহবায়ক আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেছেন, রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা কারো কাম্য নয়। মানুুষ পুড়িয়ে মারা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। রাজনীতি হবে জনগণের কল্যাণে। তাই সকল শ্রেণী পেশার মানুষদের নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শনিবার সকাল ১১ টায় বগুড়া শহরের সাতমাথায় স্বাধীনতা চেতনা পরিষদ বগুড়ার আয়োজনে সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ এ শ্লোগানে মানবন্ধন ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বাধীনতা চেতনা পরিষদ বগুড়ার সদস্য সচীব ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলীর সদস্য তৌফিক হাসান ময়না, উদীচী বগুড়ার সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এ্যাডঃ আব্দুল মতিন প্রমুখ।

(এএসবি/এটিআর/ফেব্রুয়ারি ০৭, ২০১৫)