স্টাফ রিপোর্টার : দেশের বিরাজমান পরিস্থিতি উত্তরণের দাবিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র ডাকা কর্মসূচিতে রাজপথে জাতীয় পতাকা হাতে অবস্থান করছে বিজিএমইএ।

রবিবার দুপুর ১২টা থেকে ১২ টা ১৫ মিনিটে কারওরান বাজারে বিজিএমইএ ভবনের সামনে এ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা।

এছাড়াও দেশে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ)প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, দ্বিতীয় সহ-সভাপতি এস.এম মান্নান (কচি), সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) রিয়াজ-বিন-মাহমুদ (সুমন), পরিচালক আবুল কালাম, মাহবুবুর রহমান খান, সাজ্জাদুর রহমান মৃধা শিপন, কেএম রফিকুল ইসলাম, মোহাম্মদ নাসির, মশিউল আলম সজল, সৈয়দ সাদিক আহমেদ, আজমত রহমান, মাহমুদ হাসান খান বাবু, এএ রহিম ফিরোজ,আরশাদ জামাল দিপু, ফেরদৌস পারভেজ বিভন, আবদুল্লাহ আল মাহমুদ মাহিন, বিদ্যা আমরিত খান ও আবদুল্লাহিল রাকিব প্রমুখ।

এসময় পরিচালকদের মুখে এক যোগে উচ্চরিত হয় জাতীয় সঙ্গীত। শুধু জাতীয় পতাকা হাতে অবস্থান নয়, হরতাল-অবরোধ আইন করে বন্ধ করার দাবিতে ব্যানার ফেস্টুনও নিয়ে মাঠে নামছে এ ব্যবসায়ী সংগঠনটি।

(ওএস/পিবি/ফেব্রুয়ারি ৮,২০১৫)