শরীয়তপুর প্রতিনিধি : বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সহিংসতার বিরুদ্ধে জেলা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামীলীগ ও ১৪ দলীয় জোট এবং চলমান রাজনৈতিক সংকট ও সহিংসতা নিরসনে উভয় জোটের প্রতি গ্রহনযোগ্য উদ্যোগের দাবীতে সাদা পতাকা মিছিল, সমাবেশ ও  মানববন্ধন কর্মসুচী পালন করেছে শরীয়তপুর ইসলামী আন্দোলন।

রবিবার সকাল ১১ টায় শরীয়তপুর জেলা ইসলামী আন্দোনের উদ্যোগে শরীয়তপুর উত্তর বাজার থেকে একটি সাদা পতাকা মিছিল বের করা হয়। মিছিল শেষে শহরের চৌরঙ্গী মোড় থেকে কোর্ট পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে কোর্ট সংলগ্ন পুলিশ বক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা ইসলামী আন্দোনের সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম শিকারী, শরীয়তপুর জেলা ইসলামী আন্দোনের উপদেষ্টা হাফেজ মাওলানা কেরামত আলী, সহ-সাধারন সম্পাদক মাওঃ হাফিজুর রহমান প্রমুখ।

এদিকে রবিবার জেলা সদর সহ অন্যান্য উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামীলীগসহ ১৪ দলীয় জোট। বিকেল ৩টায় শরীয়তপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় এর সামনে থেকে শুরু করে জেলা শহরের প্রতিটি গলিতে গলিতে মানববন্ধন করে আওয়ামীলীগ ও ১৪ দল। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব মুন্সি, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক কানাইলাল তালুকদার, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স.ম আব্দুল মালেক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

(কেএনআই/অ/ফেব্রুয়ারি ০৮, ২০১৫)