ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে সমবায় সমিতির নামে রমরমা সুদের ব্যাবসা চলছে। ঝিনাইদহের কালিগঞ্জ যেমন মাদকের জন্য বিখ্যাত ঠিক তেমনি সুদের ব্যবসার জন্যেও বিখ্যাত হচ্ছে ।

সমবায় সমিতির আড়ালে সুদের ব্যবসা চলছে রমরমা আকারে । যাদের অনেকের নেই সরকারী লাইসেন্স। যানা মতে এই সুদের ব্যাবসা হচ্ছে আনার সাহেব ও বিজু সাহেবকে এককালীন কিছু টাকা দিয়ে । জানা মতে, বর্তমান সরকার বন্ধ করে দিয়েছেন নতুন সমবায় সমিতির লাইসেন্স। তার পরেও কেউ কেউ নিচ্ছেন ১০০০ এ ৫০০ আবার কেউ বা নিচ্ছেন ১০০০ এ ২০০ থেকে ৩০০ টাকা হারে সুদ। সাধারণ জনগণ দেশের চলমান পরিস্থিতির কারনে এই সর্বনাশা সুদ নিতে বাধ্য হচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে সমবায় নাম ধারী সুদের কারবারি সাধারণ জনগণকে করছে সহায় সম্বলহীন।এই ব্যবসার পিছনে সরাসরি জড়িত সমবায় অফিসার।সমবায় অফিসারকে সপ্তাহে ৩ বতল ফেন্সি ডাল ও মাসে ৫০০০ টাকা দিলেই তিনি ঈদের থেকে বেশি খুশি।কোনো ব্যবস্থা নিচ্ছেন না প্রসাশন। এই ব্যাবসার মালিক অনেক উচ্চ বিত্ত পরিবারের। উক্ত প্রতিবেদনের ভিত্তিতে অতিসত্বর কালিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধক্রমে ব্যবস্থা নিতে বলা হচ্ছে
(জেআর/পিবি/ফেব্রুয়ারি ৮,২০১৫)