শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলার সাজনপুর বাজার এলাকা থেকে ৬০ মণ জাটকাসহ ৫ জেলেকে আটক করেছে ভেদরগঞ্জ তানার পুলিশ। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। জব্দকৃত জাটকা ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন এতিম খানা ও স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে ।

জানা গেছে, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর বেইলী ব্রীজ সংলগ্ন শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক দিয়ে জাটকা নিয়ে যাওয়ার সময় ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও ভেদরগঞ্জ থানা পুলিশের যৌথ উদ্যোগে রোরবার ভোররাতে অভিযান চালিয়ে ৬০ মন জাটকা ইলিশসহ ৫ জেলেকে আটক করেছে পুলিশ। পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ নেছার উদ্দিন জুয়েল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত ৫ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম।

আটককৃত সাজাপ্রাপ্তরা হলো ভেদরগঞ্জ উপজেলার আর্শনগর গ্রামের দুলাল ফকির (২৫), ডামুড্যা উপজেলার সম্ভুকাঠি গ্রামের তারা মিয়া (২২) ও গোসাইরহাট উপজেলার কোদালপুর গ্রামের শাহজালাল (২৭), মোস্তফা ঢালীকান্দি গ্রামের সাজু উদ্দিন (১৮) এবং একই গ্রামের নুরুল ইসলাম (১৮)। জব্দকৃত জাটকা ভেদরগঞ্জ উপজেলার ২৬টি এতিম খানা, লিল্লাহ বোডিং ও স্থানীয় দুস্থ্যদর মাঝে বিতরণ করা হয়েছে।
(কেএনঅাই/পিবি/ফেব্রুয়ারি ৮,২০১৫)