মাগুরা প্রতিনিধি : মাগুরায় লাগাতার অবরোধের সাথে বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা ১০৮ ঘন্টার হরতাল আজ রবিবার  সকাল থেকে শুরু হয়েছে। হরতালে নাশকতার আশঙ্কায় পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  বিএনপির-জামায়াতের ৫ কর্মীকে আটক করেছে।

আটককৃতরা হলেন সদর উপজেলার বিএনপি কর্মী বেঙ্গাবেরইলের সিদ্দিকুর রহমান (৪৪) ও মাজেদুর রহমান (৪০), লক্ষিপুরের আজিজুর রহমান (২৮)। মঘির জামায়াত কর্মী এ্যাড. শফিকুল ইসলাম (৩৩) ও শালিখা উপজেলার সীমাখালীর বিএনপি কর্মী মাছুদ রানা(২৬)।
ভোর ৬টা থেকে শুরু হওয়া হরতালের কোন প্রভাব জন জীবনে নেই। জেলা ও উপজেলা শহরের সমস্ত দোকানপাট খোলা রয়েছে,সকল সড়কে যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করছে। এ পর্যন্ত কোথাও ঝটিকা মিছিল বা নাশকতার খবর পাওয়া যায়নি। হরতাল-অবরোধে জেলা বিএনপি ও জামায়াতের কোন নেতাকর্মী মাঠে নেই। গ্রেফতার এড়াতে তাদের অধিকাংশই এলাকা ছাড়া বলে জানা গেছে।
মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলায় হরতাল পালিত হচ্ছে না। এসব এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
হরতালে নাশকতা ঠেকাতে শহরের ভায়না, চৌরঙ্গী মোড় ও ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে বিজিবিও।
মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবীর জানান জেলা শহরে পুলিশ টহল জোরদার করাসহ সব উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(ডিসি/পিবি/ফেব্রুয়ারি ৮,২০১৫)