বান্দরবান প্রতিনিধি:বান্দরবানসহ ৭ উপজেলায় আওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪ দল ও ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসুচী পালন করেছে।

মানববন্ধন চলাকালে ১৪ দলের কেন্দ্রীয় কর্মসুচীর সাথে একাত্বতা ঘোষণা করে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ রাস্তায় দাঁড়িয়ে, রাজনৈতিক কর্মসূচির নামে পেট্রোলবোমা ও ককটেল হামলায় সাধারণ মানুষ হত্যার তীব্র প্রতিবাদ জানান।

আজ বিকেলে থানছি উপজেলার পুরো বাজার জুড়ে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মং থোয়াইম্যা রনি, সাধারণ সম্পাদক থোয়াই হ্লা মং মারমা, ত্রিপুরা সম্প্রদায় নেতা ও রেমাক্রী ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা, ব্যাসসায়ী নেতা স্বপন কান্তি বিশ্বাস, হেডম্যান প্রতিনিধি মুই শৈ থুই মারমা, ¤্রা নেতা রেংচিং ¤্রাে, চাকমা সম্প্রদায় নেতা নিবুরুন চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সারাদেশে আন্দোলনের নামে নৃশংসভাবে মানুষ হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ বৃদ্ধ থেকে শিশু কেউ রেহায় পাচ্ছে না। শত অনুরোধের পরও এসএসসি পরীক্ষার সময় তারা হরতাল অবরোধ দিয়ে পরীক্ষায় বাঁধা প্রদান করছে। দেশে জঙ্গিবাদের আস্তানা তৈরীর জন্য পরিকল্পিত ভাবে এই কর্মসুচী পালন করছে তারা। জাতি বিএনপি-জামায়াতের জঙ্গিবাদ থেকে মুক্তি পেতে চায়। বক্তরা জনগণের স্বাভাবিক জীবন যাত্রার গ্যারান্টি চায়। তাই চলমান বর্বরতা থেকে মুক্তি পেতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

(এএফবি/এসসি/ফেব্রুয়ারি০৮,২০১৫)