বগুড়া প্রতিনিধি: আইন করে হরতাল ও অবরোধ বন্ধ করার দাবীতে বগুড়ায় পৃথকভাবে সাদা পতাকা হাতে মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বগুড়া জেলা শাখা এবং জাতীয় পতাকা হাতে প্রতীকি সমাবেশ করেছে এফবিসিসিআই নেতৃবৃন্দ।

রবিবার বেলা ১২টায় শহরের সাতমাথায় সবার উপরে দেশ, দেশ বাঁচাও অর্থনীতি বাঁচাও শ্লোগানে জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতীকি অবস্থান কর্মসূচী পালন করে দি ফেডারেশান অব বাংলাদেশ চেম্বার এন্ড কর্মার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ (এফবিসিসিআই) বগুড়ার ব্যবসায়িবৃন্দ।

বিরাজমান পরিস্থিতি থেকে উত্তোরণ ও আইন করে হরতাল অবরোধ বন্ধ করার দাবী জানিয়ে সেখানে সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া চেম্বারের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ এনামুল হক দুলাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই এর পরিচালক আলহাজ্ব মমতাজ উদ্দিন।

বক্তব্য রাখেন বগুড়া জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল খালেক, ফোরাম অব এগ্রো মেশিনারী ম্যানুফ্যাকচারিং এন্ড প্রসেসিং জোন (ফামপজ) সভাপতি গোলাম আজম টিকুল, জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতি (নাসিব) এর সহ-সভাপতি টি.জামান নিকেতা, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিজার রহমান মিল্টন, মেরিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোবিনুল হক লেবু। উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকবৃন্দের মধ্যে শাহ মোঃ আখতারুজ্জামান ডিউক, আইনুল হক সোহেল, আলহাজ্ব তোফাজ্জল হোসেন, আলহাজ্ব আনিছার রহমান, এম. শাহরিয়ার আরিফ ওপেল, গোলাম কিবরিয়া বাহার, মিজানুর রহমান বকুল ও এ.টি.এম. শফিকুল হাসান জুয়েল, সাবেক পরিচালক আলহাজ্ব আব্দুল খালেক বাবলু, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, তপন চক্রবর্তী ও শেখ মোঃ শামসুজ্জোহা শামীম প্রমুখ। সমাবেশে বগুড়া জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি, বগুড়া জেলা দর্জি দোকান মালিক সমিতি, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি ও বগুড়ার বিভিন্ন মার্কেটের ব্যবসায়িবৃন্দ অংশগ্রহণ করে। এর আগে রোববার সকালে বগুড়া শহরের সাতমাথায় ইসলামী আন্দোলন জেলা শাখার নেতৃবৃন্দ সাদা পতাকা হাতে মানববন্ধ ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ আব্দুল হক আজাদ। সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন, সেক্রেটারী মাওলানা মামুনুর রশীদ, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মাওলানা রবিউল হাসান, প্রভাষক মীর মাহমুদুর রহমান, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক আরাফাত বিন আশরাফ, আব্দুল কাদের, হাজী বুরহান উদ্দিন, আব্দুল জব্বার, হাফেজ সাইফুল ইসলাম, কাহালু থানা সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সদর থানা সভাপতি মাওলানা শাহ জালাল, সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম, ছাত্রনেতা মাহমুদ, ইয়াহইয়া, নিয়ামুল হক প্রমুখ।


(এএসবি/এসসি/ফেব্রুয়ারি০৮,২০১৫)