জকিগঞ্জ প্রতিনিধি : আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্ঠি, গাড়ী ভাংচুর, পেট্রল বোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা সহ নাশকতাকারীদের সামাজিক ভাবে বয়কট করুন। এরা দেশ ও জাতির শত্র“। এলাকার প্রতিটি পাড়া মহল্লায় এদেরকে প্রতিহত করতে সোচ্ছার হতে হবে।

নৈরাজ্য সৃষ্ঠিকারীদের চিহিৃত করে এসব অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করতে তিনি সকলের প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, উপজেলার কোথাও নাশকতাকারীরা সংঘঠিত হয়ে নাশকতার চেষ্ঠা করলে নিকটস্থ পুলিশকে সংবাদ জানিয়ে প্রতিরোধ গড়ে তুলুন।

রবিবার জকিগঞ্জের শরিফগঞ্জ বাজারে আইন শৃংখলার বর্তমান প্রেক্ষাপট ও করনীয় শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) নয়মুল হাসান উপরোক্ত কথাগুলো বলেন। বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপুর সভাপতিত্বে ও রাজু দেশমূখ্যর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের সহকারী পুলিশ সুপার জ্যোর্তিময় সরকার, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান খাঁন, ইউপি চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল, ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডা. বিভাকর দেশমূখ্য, বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, আব্দুল কুদ্দুছ, রিয়াজ উদ্দিন, ফুরকান আহমদ মুন্সি প্রমুখ।

(এসপি/এটিআর/ফেব্রুয়ারি ০৮, ২০১৫)