মাগুরা প্রতিনিধি: ভ্রাম্যমান আদালত গতকাল রবিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের এক কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে সেলিম ওরফে খোরশেদ(২০) ও রুবেল মাহমুদ(২১) নামের দু’বখাটেকে ১ বৎসরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হাসান সাক্ষ্য প্রমানের ভিত্তিতে এ সাজা দেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান জানান, উপজেলার ঘাসিয়াড়া গ্রামের সলেমানের বখাটে ছেলে ডিস লাইন ক্যাবল ব্যবসায়ী সলিম ওরফে খোরশেদ(২০) ও বরালিদাহ গ্রামের বজলুর রহমান বুলুর ছেলে কম্পিউটার ব্যবসায়ী রুবেল মাহমুদ (২১) একই এলাকার ঘাসিয়াড়া গ্রামের স্থানীয় একটি কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল । এ কু-প্রস্তাবে ওই মেয়েটি রাজি না হওয়ায় বখাটেরা গোপনে মোবাইলে মেয়েটির ছবি সংগ্রহ করে তাদের নিজ কম্পিউটারের মাধ্যমে অন্য মেয়ের লগ্ন ছবির সাথে যুক্ত করে ভিডিও চিত্র বানিয়ে বিভিন্ন মোবাইল ফোনে সরবরাহ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই মেয়েটি একপর্যায়ে মান-সম্মানের ভয়ে আত্মহত্যা করতে উদ্ধত হয়। এ ঘটনার পরপরই ওই মেয়েটির মা বখাটেদের কু-কর্মের বিষয়টি নিয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ মোঃ আওলাদ হোসেন ও এ,এস আই মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে নাকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে বখাটে দু’জনকেই আটক করে। আটকের পর শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে জনসমক্ষে সাক্ষ্য প্রমানে প্রমানিত হওয়ায় বখাটে দু’জনকে ইভটিজিংয়ের দায়ে এক বৎসরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
(ডিসি/পিবি/ফেব্রুয়ারি ৯,২০১৫)