নওগাঁ প্রতিনিধি : সরকারের ভাব মূর্তি ক্ষুন্ন করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে এবং ব্যাঙ্গাত্মক গান বিভিন্ন জনের মোবাইল মেমোরীতে ডাউনলোড দেয়ার অপরাধে নওগাঁর সাপাহারে রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের মিলন চৌধুরী সুপার মার্কেটের মজিবুর টেলিকম নামে মেমোরি লোড দোকানে।

জানা গেছে, ওই দোকানের মালিক সদরের জয়পুর মহল্লার আঃ গফুর এর ছেলে সোহেল রানা দীর্ঘ দিন ধরে ওই মার্কেটে একটি দোকান ঘর ভাড়া নিয়ে মেমোরী লোডের ব্যবসা করে আসছিল। সে হিসেবে তার কম্পিউটার হার্ডডিস্কে বিভিন্ন ধরনের ছবি, গান সংরক্ষিত ছিল। ঘটনার দিন একই গ্রামের মোজাম্মেল হকের পুত্র তার মামাত ভাই রুবেল (২২) তার দোকানে বসে কম্পিউটার থেকে এক খদ্দেরকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিকৃত ছবি ও সরকারের ভাব মুর্তি ক্ষুন্নকারী ব্যাঙ্গাত্মক কিছু গান লোড করে দিচ্ছিল। এমন সময় সে খবর পুলিশ জানতে পেরে সঙ্গে সঙ্গে ওই দোকানে অভিযান চালিয়ে রুবেলকে আটক করে থানা হেফাজতে নেয়। এসময় পুলিশ ওই কম্পিউটারের হার্ডডিস্কে টিও জব্দ করে। এ বিষয়ে কম্পিউটার দোকানদার সোহেল রানাকেও আসামী করে তথ্য ও প্রযুক্তি আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং ধৃত রুবেলকে সোমবার আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান চৌধুরী জানিয়েছেন।
(বিএম/পিবি/ফেব্রুয়ারি ৯,২০১৫)