নওগাঁ প্রতিনিধি :বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও ৭২ ঘন্টার হরতালের ২য় দিনে সোমবার নওগাঁর ধামইরহাটে আ’লীগ-বিএনপি সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় উভয় দলের ৩ জন আহত হয়েছে। হরতাল সমর্থকরা মোঃ বাবলু নামে এক আওয়ামীলীগ কর্মীকে মারপিট করে তার মোটর সাইকেল আগুনে পুড়িয়ে দেয়। সেইসঙ্গে ভাংচুর করে আরো দু’টি মোটরসাইকেল। সংঘর্ষে আহতরা হলেন, আওয়ামীলীগের মোঃ বাবলু, উপজেলা বিএনপির সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল ও আড়ানগর ইউনিয়ন বিএনপির সম্পাদক শামীম কবির মিল্টন। পরে চপল চৌধুরী ও শামীম কবিরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাটানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে হরতালের বিপক্ষে অবস্থান নেয় আওয়ামীলীগ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিমতলী মোড়ে, উপজেলা ক্যান্টিন ও আমাইতাড়ায় আ’লীগ কর্মীরা মহড়া দিতে থাকে। দুপুর ১২ টার দিকে হাসপাতালের সামনে বিএনপির একটি মিছিল এসে আ’লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িযে পড়ে। তবে পুলিশ ও বিজিবি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এলাকায় উত্তেজনা
(বিএম/পিবি/ফেব্রুয়ারি ৯,২০১৫)