গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে নকল টুথ-পাউডার তৈরি করে বাজারজাত করার অপরাধে মালিকসহ ৩ জনকে আটক করেছে থানা  পুলিশ। গত রবিবার রাত ৯ টার দিকে পৌরশহরের শিবগঞ্জ রোডে তেজপাতা মার্কেট সংলগ্ন এলাকায় খলিল এর  গোডাউনে পুলিশ অভিযান চালিয়ে ১২০ বোতল নকল টুথ-পাউডার উদ্ধার করে। এসময় গোডাউনের মালিক খলিল, মতি, রুবেলসহ  ৩ জনকে আটক করা হয়। আটককৃত সকলের বাড়ি উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামে।

গফরগাঁও থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ধরে খলিল গাজীপুরের সুফিয়া কেমিকেল কোম্পানির বিদ্যুৎ কালো নিমের টুথ-পাউডার নকল করে বাজারজাত করে আসছিল। বিষয়টি জানতে পেয়ে সুফিয়া কেমিকেল কোম্পানির ম্যানেজার শফিকুল ইসলাম বাদী হয়ে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়দা খান জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত বিদ্যুৎ কালো নিমের বোতলের লগো নকল করে পাতা পুড়ানো ছাই বোতলে ভরে বাজারজাত করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

(আরআইকে/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৫)