স্পোর্টস ডেস্ক, ঢাকা : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অনুমতিক্রমে গত ১১ নভেম্বর ‘বাফুফে লটারির’ উদ্বোধন করা হয়। লটারির ড্র-এর প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছিল ২৮ ডিসেম্বর, ২০১৪।

কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক পত্রের মাধ্যমে লটারির ড্র অনুষ্ঠান ২৮ ডিসেম্বরের পরিবর্তে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। মঙ্গলবার বাফুফে লটারির ড্র অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে দুপুর সাড়ে ১২টায় ড্র অনুষ্ঠিত হবে। ড্র অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে একাত্তর টেলিভিশন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ।

লটারির পুরস্কারসমূহ :

১ম পুরস্কার ১টি : ঢাকায় একটি ফ্ল্যাট বাড়ি অথবা ৩০ লক্ষ টাকা

২য় পুরস্কার ১টি : ৫ লক্ষ টাকা

৩য় পুরস্কার ১টি : ১ লক্ষ ৬০ হাজার টাকা

৪র্থ পুরস্কার ৬টি : ১০ হাজার টাকা (প্রতিটি)

৫ম পুরস্কার ৬টি : ৫ হাজার টাকা (প্রতিটি)

৬ষ্ঠ পুরস্কার ৫০টি : ২ হাজার টাকা (প্রতিটি)

৭ম পুরস্কার ১০০টি : ১ হাজার ৫ শত টাকা (প্রতিটি)

৮ম পুরস্কার ১০০০টি : ১ হাজার টাকা (প্রতিটি)

(ওএস/পি/ফেব্রুয়ারি ০৯, ২০১৫)