বগুড়া প্রতিনিধি : বগুড়ায় মহাসড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় মহিলাসহ ৩ জন নিহত হয়েছে। বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থানে এবং চন্ডিহারা এলাকায় দুর্ঘটনা দু’টি ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, সোমবার বিকেল ৪টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান ব্রী জের নিটক রাস্তা পারাপারের সময় দ্রতগামী ট্রাকের নিচে চাপা পড়ে ফুল বিবি (৫৫) নামের একজন মারা যায়। নিহত ফুল বিবি মহাস্থান হাতীবান্ধা গ্রামের সনজো সেখের স্ত্রী। এদিকে রবিবার ভোর রাত ৪টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের নিচে চাপা পড়ে রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবক মারা গেছে। সে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বামনা-বামনী গ্রামের আছির উদ্দিনের ছেলে। সে ঢাকায় রিক্সা চলাতো বলে জানা গেছে। হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি মাসুদ পারভেজ দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।অপরদিকে বগুড়া মোকামতলার অদুরে পাকুরতলা বাজারে শাজাহান আলী (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার সময় বগুড়া-রংপুর মহাসড়কের পাকুরতলা বাজারে রাস্তা পারাপারের সময় রংপুরগামী একটি নৈশ কোচের ধাক্কায় ঘটনাস্থলেই শাজাহান নিহত হয়। নিহত শাজাহান উপজেলার দেউলী ইউপির রহবল হাজিপাড়া গ্রামের বাসিন্দা। সে ওই বাজারের একজন মুদি দোকানী। দেউলী ইউপি সদস্য মোতাছিন বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এএসবি/পি/ফেব্রুয়ারি ০৯, ২০১৫)