কালিয়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় সন্ত্রাসী হামলায় আহত মুক্তিযোদ্ধার পুত্র একদিন মৃত্যুর সাথে লড়ে রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। উপজেলার মাধবপাশা গ্রামে ঘটেছে ওই ঘটনা। এখন পর্যন্ত ওই ঘটনার কোন প্রকৃত কারণ জানা না গেলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারনা। হামলাকারিরা কালিয়া থানা পুলিশের স্নেহ-ভাজন ও প্রভাবশালী হওয়ার কারনে সাধারণ মানুষ ওই বিষয়ে মুখ খুলতে নারাজ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের মুক্তিযোদ্ধা মাকছুদ মোল্যার পুত্র হাদিউজ্জামান (১৮) গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে মাধবপাশা বাজার থেকে বাড়ি ফেরার পথে মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার উপর থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে চোখ বেঁধে অপহরণ করে ওই বিদ্যালয়ের পিছনের নির্জন জায়গায় ফেলে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে ফেলে রেখে যায়। তাকে তার স্বজনরা মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার দুপুরে কালিয়া থানার ওসি মোঃ মতিয়ার রহমান বলেছেন, তিনি ঘটনার খবর পেয়েছেন। তবে থানায় কেউ অভিযোগ করেনি। পুলিশ কাউকে আটকও করেনি।

(এমএইচএম/পি/ফেব্রুয়ারি ০৯, ২০১৫)