স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক বাণিজ্য আজ মঙ্গলবার হচ্ছে। বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০তম বাণিজ্য মেলা শেষ হবে। শেষ বেলায় মেলা জমে উঠেছে। ক্রেতাদের উপচে পড়া ভিড়ে বেড়েছে বিক্রিও। কোম্পানিগুলো বিক্রি বাড়াতে দিচ্ছে বিশেষ ছাড়। প্রতিবারের ন্যায় এবারও বিভিন্ন ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইল পণ্য বিক্রিতে শীর্ষে রয়েছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মোবাইল ফোন সেট। এরপর ক্রোকারিজ, মেলামাইন, প্লাস্টিক পণ্য এবং বিভিন্ন খাদ্যপণ্য বিক্রি হয়েছে। এছাড়া এবারের মেলায় ব্লেজার কিনতেও মেলার শো-রুমগুলোতে সারামাস ক্রেতাদের ভিড় দেখা গেছে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ মেলার সমাপ্তি ঘোষণা করবেন। বিশেষ অতিথি থাকবেন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।

সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্যাভিয়িলন ও বিক্রিতে শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হবে। এছাড়া সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকেও ক্রেস্ট প্রদান করবে রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৫)