নিউজ ডেস্ক : চলছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৫। ফয়জুন্নেসা মণি ও এস এম মুকুল দুইজনই লেখনি জগতের মানুষ। স্বামী-স্ত্রী দুজনেই পুরোদুস্তর লেখালেখি করেন বিভিন্ন পত্রিকায়। লেখক দুজনই বণিকবার্তার রঙঢঙ পাতায় লেখালেখি করেন। এবারের বইমেলায় মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে ফয়জুন্নেসা মণি ও এস এম মুকুল-এর বই জীবন সূত্র। আমাদের প্রাত্যহিক জীবনযাপনের প্রয়োজনীয় বহুমাত্রিক বিষয়বস্তুকে উপজীব্য করেই রচিত হয়েছে বইটি।

বিষয়সূচি থেকে উল্লেখ করা যেতে পারে- সাইকেল ব্যয়াম, মস্তিষ্কের অসাধারণ ক্ষমতা, বন্ধুত্ব ও পরোপকার আয়ু বাড়ায়, ফিট থাকুন-ফিট রাখুন, প্রয়োজন শারিরীক পরিশ্রম, রেগে গেলেন তো হেরে গেলেন, ঘুমের ওষুধে মৃত্যু ঝুঁকি, ঘুমের বয়স; বয়সের ঘুম, হাঁটলেই উপকার, ভালোবাসায় : দুশ্চিন্তা কমে-আয়ু বাড়ে, ফাস্টফুডে আসক্তি ক্ষতিকর, মস্তিষ্কের উপকারী খাবার, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীর খাবার, বেশি খান দেশি ফল, ক্যান্সারের ঝুঁকি কমে সবুজ চায়ে..., আপনার চারপাশেই জীবাণুর জগৎ, জীবনটাকে সহজ করুন, বাড়ন্তি সন্তানের জন্যে, জীবন একটাই ভালো থাকা চাই, প্রফুল্লতায় চাই প্রশান্তির গোসল, পশুপাখি পায় ভূমিকম্পের পূর্বাভাস, ফেসবুকে কমছে মূল্যবোধ, মানচিত্রহীন পৃথিবীর বাসিন্দা, ফেসবুক প্রীতির খেসারত পরীক্ষায়, গেম নিয়ে গবেষণা, জীবনে বিজ্ঞানের অবদান, মোবাইলের অতিব্যবহারে পরিণতি, মঙ্গলে বসতি!, প্রযুক্তি বদলে দিচ্ছে জীবন, ক্ষতির কারণ টেলিভিশন!, ফেসবুকের কারণে : বিবাহ বিচ্ছেদ!, পরিবারের সাশ্রয়ী বাজেট, ছন্দময় হোক আতিথেয়তা, তৈরি করুন ফ্যামিলি ট্রি, রূপচর্চায় প্রাকৃতিক সুরক্ষা, ভালো থাকুক ঠোঁট, গেরস্থালির কিছু টিপস, ব্যবহার্য জিনিসের সংরক্ষণ মেয়াদ, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন নিয়ম করে, সুরক্ষিত রূপচর্চায় সাশ্রয়ী কিছু টোটকা প্রভৃতি। অত্যন্ত জীবনঘনিষ্ট বিষয়গুলোকে সাবলিল ভাষায় তথ্য-গবেষণার আলোকে উপস্থাপন করা হয়েছে। বইটি সংগ্রহে রাখার মতো এবং উপহার দেয়ার মতো একটি বই। পৃষ্টা সংখ্যা- ১২০, মূল্য- ২০০ টাকা, পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দি উদ্যানে অমর একুশে গ্রন্থমেলায় ৩৫৮-৩৫৯-৩৬০ নম্বর মিজান পাবলিশার্সের স্টলে।